
নিকোটিন সম্পর্কে আমরা সবাই কম বেশী জানি এটি স্মোক করলে কিংবা যে কোনো তামাক জাত পন্যে পাওয়া যায়।
★নিকোটিন এর Chemical Composition : এর রাসায়নিক সংকেত, C10H14N2
প্রতি মোল এর ওজন : ১৬২.২৩ g/mol
★সবাই নিকোটিন এর ক্ষতির কথাই বলে সব সময় আমি একটি উপকারের কথা বলি!
২০১৮ এর রিসেন্ট স্টাডিতে উঠেছে যে নিকোটিন সল্পমাত্রা গ্রহণ করলে স্মৃতি শক্তি বৃদ্ধি করে, আর মনোযোগী করে তোলে। তবে সাথে সাথে ঘুম ও কমায় নিকোটিন।
★আরেকটা বলব? নিকোটিন আমাদের anxiety(মানসিক উদ্বেগ) কমায়.। কারণ নিকোটিন beta-endorphin এর মাত্রা বাড়ায় শরীরে।
★স্মোকিং করার ৮-২০ সেকেন্ড এর মধ্যে এটি ব্রেন এ চলে যায়, যার প্রভাব থাকে প্রায় ২ ঘন্টা অবধি।
★নিকোটিন আমাদের শরীরেকে রিল্যাক্স এর অনুভূতি জাগায়! কিভাবে?
এটি মস্তিষ্কএ ডোপামিন হর্মন রিলিজ করে, যা আমাদের আবেগ বাড়িয়ে দেয়, যেমন কেউ খুশি থাকলে তার তিব্রতা বাড়ায় আবার মন খারাপ থাকলে তো কথাই নেই ডিপ্রেশন এ ফেলে দেয়।
★নিকোটিন শরীরের ব্লাড প্রেশার বাড়ায়, মাসেল এর অক্সিজেন Consumption বাড়ায়, আর হার্ট এর স্ট্রোক এর ভলিউম বাড়ায়।
★নিকোটিন আমাদের শরীরের এড্রিনালিন গ্লান্ড গুলোকে প্রভাবিত করে, যার ফলে স্বাভাবিক এর চেয়ে বেশি এড্রিনালিন রিলিজ হয়। যা আমাদের কোনো কাজের সিদ্ধান্তকে প্রভাবিত করে।
★সিগারেট এর চেয়ে জর্দা বেশি ক্ষতি কর। এতে নিকোটিন পার্সেন্টেজ বেশি থাকে।
★নিকোটিন Testosterone হর্মন এর প্রভাব ফেলে যা মেয়েদের ovulation এর সমস্যা করে। আর ছেলেদের রাগ বাড়ায়।
★আর Growth হর্মনকে প্রভাবি করে যার ফলে সাময়িক ভাবে Growth rate বাড়লেও কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষতি করে। আর হ্যা নিকোটিন metabolism এর হার বাড়ায়।
★সবচেয়ে বাজে ব্যাপার, দীর্ঘদিন নিকোটিন গ্রহন আমাদের রিপ্রডাক্টিভ সিসেটেম (প্রজনন তন্ত্র) কে প্রভাবিত করে। যা নেভেটিভ। আর যা ছেলে ও মেয়ে উভয়ের ই।
ভেবে দেখুন কি করবেন!! বাচ্চা না হইলে আল্লাহকে দোষ দিয়েন না।
বিঃদ্রঃ অনেক কিছুই বুঝিয়ে লিখি নি। কারণ অনেক পিচ্চিরাও আমার পোস্ট দেখবে। যারা যা বুঝবে না পিচ্চি রা এখন বোঝার দরকার নেই !
সৌজন্যেঃ Conan Alex
Post A Comment:
0 comments so far,add yours